৩৮ (jag alos shoyon bilagno)

              জাগ' আলসশয়নবিলগ্ন।

              জাগ' তামসগহননিমগ্ন॥

ধৌত করুক করুণারুণবৃষ্টি   সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,

              জাগ' দুঃখভারনত উদ্যমভগ্ন॥

জ্যোতিসম্পদ তরি দিক চিত্ত     ধনপ্রলোভননাশন বিত্ত,

              জাগ' পুণ্যবসন পর' লজ্জিত নগ্ন॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.