১১১ (je kadone hiya)
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল।
যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল॥
পথে পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল॥
এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে।
তারি আপনারই মাধুরী আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল॥
রাগ: মিশ্র পূরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1917
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর