২৬ (khelaghar badhte legechhi)

খেলাঘর     বাঁধতে লেগেছি   আমার   মনের ভিতরে।

কত রাত   তাই তো জেগেছি   বলব কী তোরে॥

প্রভাতে     পথিক ডেকে যায়,   অবসর   পাই নে আমি হায়--

              বাহিরের খেলায় ডাকে সে,   যাব কী ক'রে॥

যা আমার   সবার হেলাফেলা   যাচ্ছে ছড়াছড়ি

পুরোনো    ভাঙা দিনের ঢেলা,   তাই দিয়ে ঘর গড়ি।

যে আমার   নতুন খেলার জন   তারি এই   খেলার সিংহাসন,

                ভাঙারে   জোড়া দেবে সে   কিসের মন্তরে॥

রাগ: মিশ্র কেদারা-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.