১২৪ (ogo bhagyadebi pitamohi)

              ওগো   ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ--

          এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস।

জীবনের এই বাসরবাতি   পোহায় বুঝি, নেবে বাতি--

              বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।

          এখন থেমে গেল বাঁশি,   শুকিয়ে এল পুষ্পরাশি,

উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।

          ছিলেন যাঁরা আমায় ঘিরে   গেছেন যে যার ঘরে ফিরে,

              আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥

রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.