রাগ: পিলু

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫

রচনাস্থান: বোলপুর থেকে কলকাতা যাবার পথে ট্রেনে

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৮০ (ogo nadi apon bege)

ওগো নদী, আপন বেগে পাগল-পারা,

আমি স্তব্ধ চাঁপার তরু    গন্ধভরে তন্দ্রাহারা॥

আমি সদা অচল থাকি,    গভীর চলা গোপন রাখি,  

আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা॥

ওগো নদী, চলার বেগে পাগল-পারা,

পথে পথে বাহির হয়ে আপন-হারা--

আমার চলা যায় না বলা-- আলোর পানে প্রাণের চলা--

আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.