১৩২ (ogo purobasi)

                ওগো পুরবাসী,

    আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥

হেরিতেছি সুখমেলা,    ঘরে ঘরে কত খেলা,

    শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥

চাহি না অনেক ধন,       রব না অধিক ক্ষণ,

    যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি--        

তোমরা আনন্দে রবে          নব নব উৎসবে,

    কিছু ম্লান নাহি হবে   গৃহভরা হাসি॥

রাগ: মিস খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1297

রচনাকাল (খৃষ্টাব্দ): 1890

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.