৬৩ (ore shikol tomay kole)

ওরে    শিকল, তোমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার।

তুমি    আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার।

          তোমায় নিয়ে ক'রে খেলা    সুখে দুঃখে কাটল বেলা--

          অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার॥

তোমার 'পরে করি নে রোষ,    দোষ থাকে তো আমারি দোষ--

ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।

          অন্ধকারে সারা রাতি    ছিলে আমার সাথের সাথি,  

          সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার॥

রাগ: মিশ্র ঝিঁঝিট-বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.