১১৭ (paye pori shono bhai gaiye)

              পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,

          মোদের     পাড়ার থোড়া   দূর দিয়ে যাইয়ে॥

হেথা     সা রে গা মা -গুলি     সদাই     করে চুলোচুলি,

              কড়ি কোমল কোথা   গেছে তলাইয়ে॥

                        হেথা আছে তাল-কাটা বাজিয়ে--

                             বাধাবে সে কাজিয়ে।

                                  চৌতালে ধামারে

                             কে কোথায় ঘা মারে--

           তেরে-কেটে মেরে-কেটে   ধাঁ-ধাঁ-ধাঁইয়ে॥

রাগ: বাউল

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ৬ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ অগাস্ট, ১৯৩৫

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.