৫৭ (se kon boner harin)

সে কোন্‌    বনের হরিণ ছিল আমার মনে।

                কে তারে      বাঁধল অকারণে॥

গতিরাগের সে ছিল গান,   আলোছায়ার সে ছিল প্রাণ,

              আকাশকে সে চমকে দিত বনে

মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে

              তমাল ছায়ে-ছায়ে।

ফাল্গুনে সে পিয়ালতলায়    কে জানিত কোথায় পলায়

              দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥

রাগ: পঞ্চম

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.