১০৮ (se kon pagol jay)

সে কোন্‌ পাগল যায়   যায় পথে তোর,   যায় চলে ওই-একলা রাতে--

          তারে   ডাকিস নে   ডাকিস নে তোর আঙিনাতে॥

সুদূর দেশের বাণী ও যে   যায়   যায় বলে, হায়, কে তা বোঝে--

          কী সুর বাজায় একতারাতে॥

          কাল সকালে রইবে না   রইবে না তো,

                   বৃথাই কেন আসন পাতো।

          বাঁধন-ছেঁড়ার মহোৎসবে

          গান যে ওরে গাইতে হবে

                   নবীন আলোর বন্দনাতে॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ ভাদ্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ সেপ্টেম্বর, ১৯২৬

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.