৩২ (torite pa dii ni)

তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।

ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো ॥

     তোরা যাবি রাজার পুরে   অনেক দূরে,

     তোদের রথের চাকার সুরে

              আমার সাড়া পাই নি গো ॥

     আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,

     হয়তো কখন্‌ নিসুত রাতে উঠবে হাওয়া।

আসবে মাঝি ও পার হতে   উজান স্রোতে,

সেই আশাতেই চেয়ে আছি-- তরী আমার বাই নি গো ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.