রাগ: কাফি-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: কল্যন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৯১ (tumi ushar sonar)

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,

শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে॥

     আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,

     নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,

     প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া--

     স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে॥

তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,

তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।

     যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে,

     তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে--

     অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.