- নব বসন্তের দানের ডালি
- আমার মালার ফুলের দলে
- দই চাই গো, দই চাই
- ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি
- ওগো তোমরা যত পাড়ার মেয়ে
- যে আমারে পাঠালো এই
- কী যে ভাবিস তুই অন্যমনে
- কাজ নেই, কাজ নেই মা
- থাক, থাক তবে থাক
- জল দাও আমায় জল দাও
- ক্ষমা করো প্রভু
- শুধু একটি গন্ডুষ জল
- মাটি তোদের ডাক দিয়েছে
- ওগো ডেকো না মোরে
- স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে
- ফুল বলে, ধন্য আমি
- তুই অবাক করে দিলি
- যে আমাকে দিয়েছে ডাক
- কিসের ডাক তোর
- হাঁ গো মা
- কী কথা বলিস তুই
- এ নতুন জন্ম, নতুন জন্ম
- বলে, দাও জল, দাও জল
- সে যে পথিক আমার
- চক্ষে আমার তৃষ্ণা ওগো
- বাছা, সহজ করে বল্ আমাকে
- আমি চাই তাঁরে
- সাত দেশেতে খুঁজে খুঁজে গো
- ওগো মা, ওই কথাই তো ভালো
- না, কিছুই থাকবে না
- বাছা, তুই যে আমার বুক চেরা ধন
- দোষী করো আমায়, দোষী করো
- কী অসীম সাহস তোর মেয়ে! - আমার সাহস! তাঁর
- ওরা কে যায়
- মা, ওই যে তিনি চলেছেন
- ওরে বাছা, দেখতে পারি নে
- পড় তুই সব চেয়ে নিষ্ঠুর মন্ত্র
- যায় যদি যাক সাগরতীরে
- ভাবনা করিস নে তুই
- ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো
- লজ্জা! ছি ছি লজ্জা
- ওরে বাছা, এখনি অধীর হলি
- আমি দেখব না
- সেই ভালো মা, সেই ভালো
- দু:খ দিয়ে মেটাব দু:খ তোমার
- মা গো, এত দিনে মনে হচ্ছে
- ঘন কালো মেঘ তাঁর পিছনে
- ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া
- জাগে নি এখনো জাগে নি
- ঘুমের ঘন গহন হতে
- না, দেখবো না, আমি
- অভিশাপ নয় নয়
- ও মা, ও মা, ও মা
- প্রভু, এসেছে উদ্ধারিতে