বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় ! ও মিছে আদর তবে না করিলে নয় ?। ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথা মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।। প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার আমি যত বুঝি তত কে বুঝিবে আর । প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো— করিব না মুহূর্তের তরে তিরস্কার ।। আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী তোমার ও প্রণয়ের নহি অধিকারী । আর-কারে ভালোবেসে সুখী যদি হও শেষে তাই ভালোবেসো নাথ, না করি বারণ । মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা, পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।
যদি আমায় তুমি বাঁচাও, তবে তোমার নিখিল ভুবন ধন্য হবে ॥ যদি আমার মনের মলিন কালি ঘুচাও পুণ্যসলিল ঢালি তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে ॥ আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি, তারি বিষাদ আছে জগৎ জুড়ি। যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে ওঠে, তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে।