এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে তোরা আমায় ব'লে দে ভাই, ব'লে দে রে॥ ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে-- ওদের সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥ যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে, সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব– ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব।। কত-যে গিরি কত-যে নদী -তীরে বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে, কত-যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব।। তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস-বিভাবরী– হল না সারা, কত-না যুগ ধরি কেবলই আমি লব।।