সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে। নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা সাগরহৃদয়ে গহনে হয় হারা, ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে-- ভালো আর মন্দেরে॥
যখন ভাঙল মিলন-মেলা ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥ দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়-- জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥ দিনে দিনে কঠিন হল কখন বুকের তল-- ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল। হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে-- ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥