ওরে বাছা, দেখতে পারি নে তোর দুঃখ--
আনবই আনবই, আনবই তারে
মন্ত্র প'ড়ে।
রাগ: মিশ্র কেদারা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার