কী অসীম সাহস তোর, মেয়ে। আমার সাহস! তাঁর সাহসের নাই তুলনা। কেউ যে কথা বলতে পারে নি তিনি ব'লে দিলেন কত সহজে-- জল দাও। ওই একটু বাণী-- তার দীপ্তি কত; আলো ক'রে দিল আমার সারা জন্ম। বুকের উপর কালো পাথর চাপা ছিল যে, সেটাকে ঠেলে দিল-- উথলি উঠল রসের ধারা।
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে। ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল, বেদনা রহিল মনে মনে॥ তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি-- কেন আমি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥