৩২ (keno re klanti ase)

    কেন রে ক্লান্তি আসে আবেশভার বহিয়া

                   দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে।

                        ছিন্ন করো এখনি বীর্যবিলোপী এ কুহেলিকা;

                        এই কর্মহারা কারাগারে রয়েছ কোন্‌ পরমাদে।

রাগ: ভৈরবী

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.