রাগ: মিশ্র সোহিনী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

২৬ (kon chhalona e je niyechhe)

     কোন্‌ ছলনা এ যে নিয়েছে আকার,

                        এর কাছে মানিবে কি হার।

                                      ধিক্‌ ধিক্‌ ধিক্‌।

              বীর তুমি বিশ্বজয়ী,

                   নারী এ যে মায়াময়ী,

                        পিঞ্জর রচিবে কি

                               এ মরীচিকার।

                                    ধিক্‌ ধিক্‌ ধিক্‌।

            লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা,

                 মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা।

                      এ যে মিছে স্বপ্নের স্বর্গ,

                          এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,

                                 এই কি তোমার উপহার।

                                     ধিক্‌ ধিক্‌ ধিক্‌!

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.