২১ (swanpno madir neshay mesha)

         স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা,

         জাগায় দেহে মনে এ কী বিপুল ব্যথা।

            বহে মম শিরে শিরে

                  এ কী দাহ, কী প্রবাহ--

         চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা।

         ঝড়ের পবনগর্জে হারাই আপনায়,

         দুরন্ত যৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায়।

                  তরঙ্গ উঠে প্রাণে

                  দিগন্তে কাহার পানে,

         ইঙ্গিতের ভাষায় কাঁদে--

                            নাহি নাহি কথা॥

রাগ: মেঘমল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.