চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে। শুনি স্নেহে সে নারী বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। জান যদি বলো প্রিয়ে, বলো তার কথা॥
ভয় নেই রে তোদের নেই রে ভয়, যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা। দখিন হাওয়ায় পাল তুলে দে, পাল তুলে দে-- সেই হাওয়াতে উড়ছে আমার মন। ওই শুকতারাতে রেখে দিলেন দৃষ্টি আমার-- ভয় কিছু নেই, ভয় কিছু নেই॥