রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1285

রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

১ (bharat re tor kolonkito)

              ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি

        যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি  তত দিন তুই কাঁদ্‌ রে ।

        এই হিমগিরি স্পর্শিয়া আকাশ  প্রাচীন হিন্দুর কীর্তি-ইতিহাস

        যত দিন তোর শিয়রে দাঁড়ায়ে  অশ্রুজলে তোর বক্ষ ভাসাইবে

                    তত দিন তুই কাঁদ্‌ রে ।।

        যে দিন তোমার গিয়াছে চলিয়া  সে দিন তো আর আসিবে না ।

        যে রবি পশ্চিমে পড়েছে ঢলিয়া  সে আর পুরবে উঠিবে না ।

        এমনি সকল নীচ হীনপ্রাণ  জনমেছে তোর কলঙ্কী সন্তান

        একটি বিন্দু অশ্রুও কেহ  তোমার তরে দেয় না ঢালি ।

      যে দিন তোমার তরে শোণিত ঢালিত  সে দিন যখন গিয়াছে চলি

                    তখন, ভারত, কাঁদ্‌ রে ।।

        তবে বিধি কেন এত অলঙ্কারে  রেখেছ সাজায়ে ভারতকায় ।

        ভারতের বনে পাখি গায় গান,  স্বর্ণমেঘ-মাখা ভারতবিমান—

        হেথাকার লতা ফুলে ফুলে ভরা,  স্বর্ণশস্যময়ী হেথাকার ধরা—

                    প্রফুল্ল তটিনী বহিয়ে যায় ।

        কেন লজ্জাহীনা অলঙ্কার পরি    রোগশুষ্কমুখে হাসিরাশি ভরি

                    রূপের গরব করিস্‌ হায় ।

                যে দিন গিয়াছে সে তো ফিরিবে না,

                    তবে, রে ভারত, কাঁদ্‌ রে ।।

        ভারত, তোর এ কলঙ্ক দেখিয়া  শরমে মলিন মুখ লুকাইয়া

        আমরা যে কবি বিজনে কাঁদিব,  বিজনে বিষাদে বীণা ঝঙ্কারিব,

                    তাতেও যখন স্বাধীনতা নাই

                           তখন, ভারত, কাঁদ্‌ রে ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.