৫ (dhako re chandrama)
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে ।
বিহগেরা থামো থামো । আঁধারে কাঁদো গো তুমি ধরা ।।
গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে—
ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে ।।
বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেও না । প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে
আনন্দরাগিণী আজি কেন বাজিছে এত হরষে—
ছিঁড়ে ফেল্ বীণা আজি বিষাদের দিনে ।।
রাগ: মিশ্র বাহার
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878