১০ (ken cheye achho go ma)

                  কেন চেয়ে আছ, গো মা, মুখপানে ।

       এরা  চাহে না তোমারে চাহে না যে,  আপন মায়েরে নাহি জানে।

       এরা  তোমায় কিছু দেবে না, দেবে না— মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।

       তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি— স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,

                        জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।

       এরা কী দেবে তোরে ! কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।

       মনের বেদনা রাখো, মা, মনে ।  নয়নবারি নিবারো নয়নে।।

       মুখ লুকাও, মা, ধুলিশয়নে— ভুলে থাকো যত হীন সন্তানে।

       শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি  দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।

       দুঃখ জানায়ে কী হবে, জননী,  নির্মম চেতনাহীন পাষাণে ।।

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.