১৫ (ore bhai mithya bhebo na)
ওরে ভাই, মিথ্যা ভেবো না ।
হবার নয় যা কোনোমতেই হবেই না সে, হতে দেব না ।।
পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে— যেতে দেব না ।
মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ।।
দুঃখ আছে, দুঃখ পেতেই হবে—
যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে ।
উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ’রে— নে রে সকলে ।
নি:সহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা ।।
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: ইন্দিরা দেবী