২৮ (balo balo pita kotha se giyechhe)

বল বল পিতা, কোথা সে গিয়েছে!

কোথা সে ভাইটি মম, কোন্‌ কাননে!

       কেন তাহারে নাহি হেরি!

খেলিবে সকালে আজ বলেছিল সে,

       তবু কেন এখন না এল?

বনে বনে ফিরি "ভাই' "ভাই' করিয়ে,

       কেন গো সাড়া পাই নে!

রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Notation

  •  
  •  
  •  
  •  
  •