মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥ তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥
ভিক্ষে দে গো, ভিক্ষে দে । দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে । লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন— আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে । ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে । পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে । ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে— একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।