৪ (kal sokale uthbo mora)
কাল সকালে উঠব মোরা
যাব নদীর কূলে_
শিব গড়িয়ে করব পুজো,
আনব কুসুম তুলে।
মোরা ভোরের বেলা গাঁথব মালা ,
দুলব সে দোলায়।
বাজিয়ে বাঁশি গান গাহিব
বকুলের তলায়।
না ভাই , কাল সকালে মায়ের কাছে
নিয়ে যাব ধরে–
মা বলেছে ঋষির সাজে
সাজিয়ে দেবে তোরে।
সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
এখন যাই ফিরে–
একলা আছেন অন্ধ পিতা
আঁধার কুটিরে।।
রাগ: স্কটিশ লোকগীতির সুর
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী