২৬ (ki dosh karechhi tomar)
কি দোষ করেছি তোমার,
কেন গো হানিলে বাণ!
একই বাণে বধিলে যে
দুটি অভাগার প্রাণ!
শিশু বনচারী আমি
কিছুই নাহিক জানি--
ফল মূল তুলে আনি,
করি সামবেদ গান!
জন্মান্ধ জনক মম
তৃষায় কাতর হয়ে
রয়েছেন পথ চেয়ে_
কখন যাব বারি লয়ে।
মরণান্তে নিয়ে যেও,
এ দেহ তাঁর কোলে দিও--
দেখো, দেখো ভুলোনাকো,
কোরো তাঁরে বারিদান!
মার্জ্জনা করিবেন পিতা,
তাঁর যে দয়ার প্রাণ!
রাগ: মিশ্র খট
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী