৯ (na na kaj nai )
না না কাজ নাই, যেও না বাছা,--
গভীরা রজনী, ঘোর ঘন গরজে,
তুই যে এ অন্ধের নয়নতারা।
আর কে আমার আছে!
কেহ নাই, কেহ নাই--
তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে--
তোরেও কি হারাব বাছা রে,
সে ত প্রাণে স'বে না!
রাগ: দেশ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: প্রতিভা দেবী, ইন্দিরা দেবী