৩ (o dekhbi re bhai ay re)
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে,
মোদের বকুল গাছে
রাশি রাশি হাসির মত
ফুল কত ফুটেছে।
কত গাছের তলায় ছড়াছড়ি
গড়াগড়ি যায়_
ও ভাই, সাবধানেতে আয় রে হেথা,
দিস নে দ'লে পায়!
রাগ: বিলাতি ভাঙা
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী