৫ (sumukhete bahichhe tatini)
সমুখেতে বহিছে তটিনী,
দুটি তারা আকাশে ফুটিয়া,
বায়ু বহে পরিমল লুটিয়া।
সাঁঝের অধর হতে
ম্লান হাসি পড়িছে টুটিয়া।
দিবস বিদায় চাহে,
সরযূ বিলাপ গাহে,
সায়াহ্নেরি রাঙা পায়ে,
কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া!
এস সবে এস সখি,
মোরা হেথা ব'সে থাকি।
আকাশের পানে চেয়ে
জলদের খেলা দেখি!
আঁখি-'পরে তারাগুলি
একে একে উঠিবে ফুটিয়া।
রাগ: মিশ্র কাফি
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী