৫৮ (ar keno ar keno)

আর কেন, আর কেন,

দলিত কুসুমে বহে বসন্ত-সমীরণ।

ফুরায়ে গিয়াছে বেলা, এখন এ মিছে খেলা,

নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ।

অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে,

অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে।

এই লও, এই ধরো, এ মালা তোমরা পরো,

এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ।

রাগ: ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.