৫৬ (etodin bujhi nai bujhechhi tora)

এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে,

ভালো যারে বাস তারে আনিব ফিরে।

হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আঁধা,

নয়ন রয়েছে ঢাকা নয়ন-নীরে।

রাগ: গৌড়সারং - কীর্তন

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.