৬০ (jodi keho nahi chay)

যদি কেহ নাহি চায়, আমি লইব,

তোমার সকল দুখ আমি সহিব।

আমার হৃদয় মন, সব দিব বিসর্জন,

তোমার হৃদয়-ভার আমি বহিব।

ভুল-ভাঙা দিবালোকে, চাহিব তোমার চোখে,

প্রশান্ত সুখের কথা আমি কহিব।

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.