৪৯ (probhat hailo nishi)

প্রভাত হইল নিশি কানন ঘুরে,

বিরহ-বিধুর হিয়া মরিল ঝুরে।

ম্লান শশী অস্ত গেল ম্লান হাসি মিলাইল

কাঁদি উঠিল প্রাণ কাতর সুরে।

চল্‌ সখী চল্‌ তবে ঘরেতে ফিরে

যাক ভেসে ম্লান আঁখি নয়ন-নীরে।

যাক ফেটে শূন্য প্রাণ, হোক্‌ আশা অবসান,

হৃদয় যাহারে ডাকে থাক্‌ সে দূরে।

রাগ: বিভাস-কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.