৪০ (se shantibhaban bhuban)

সেই শান্তিভবন ভুবন কোথা গেল।

সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যা-সমীরণ,

সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।

সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,

গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।

( শান্তার প্রতি ) এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,

এনেছি হৃদয় তব পায়--

শীতল স্নেহসুধা করো দান,

দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন।

রাগ: কাফি-সিন্ধু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.