৩৮ (tumi ke go sokhire keno)

তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।

কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না।

হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,

হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন।

তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।

এসেছ কি ভেঙে দিতে খেলা,

সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।

আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।

জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।

দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা।

রাগ: বিলাবল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.