১ (amra basbo tomar sane)

                       আমরা   বসব তোমার সনে।–

              তোমার শরিক হব রাজার রাজা,

                       তোমার   আধেক সিংহাসনে।।

              তোমার দ্বারী মোদের করেছে শির নত –

              তারা    জানে না যে মোদের গরব কত ।

              তাই     বাহির হতে তোমায় ডাকি,

                          তুমি  ডেকে লও গো আপন জনে ।।

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.