১২১ (amra chitro ati bichitro)

আমরা চিত্র অতি বিচিত্র,

অতি বিশুদ্ধ, অতি পবিত্র।

আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ।

ওই দেখো গোলাম অতিশয় মোলাম।

নাহি কোনো অস্ত্র খাকি-রাঙা বস্ত্র।

নাহি লোভ, নাহি ক্ষোভ।

নাহি লাফ, নাহি ঝাঁপ।

যথারীতি জানি, সেই মতো মানি।

কে তোমার শত্রু, কে তোমার মিত্র।

কে তোমার টক্কা, কে তোমার ফক্কা।।

রাগ: ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.