১১১ (bajo re bashori bajo)

বাজো রে বাঁশরি, বাজো।

সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।।

বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে–

মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।।

রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,

মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে

বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।।

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.