১১৬ (balechhilo dhora debo na)

বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই।

বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই।

তার পরে শেষে কী যে হল কার,

কোন্‌ দশা হল জয়পতাকার।–

কেউ বলে জিৎ, কেউ বলে হার, আমরা গুজব ছড়াই ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.