৩২ (bhalo jadi baso sokhi)

            ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—

               কবির হৃদয় এই দিব উপহার ।।

          এত ভালোবাসা, সখী,   কোন্‌ হৃদে বলো দেখি—

            কোন্‌ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।।

          তা হলে এ হৃদিধামে  তোমারি তোমারি নামে

            বাজিবে মধুর স্বরে মরমবীণার তার ।

          যা-কিছু গাহিব গান  ধ্বনিবে তোমারি নাম—

            কী আছে কবির বলো, কী তোমারে দিব আর ।।

রাগ: মিশ্র পিলু

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.