প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর-- তুমি দেহো মোরে কথা, তুমি দেহো মোরে সুর-- তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপূর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥ তুমি শোন যদি গান আমার সমুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ'পরে রাখ কর স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥ ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পাই নূতন করে, কাহার মুখে চাই ॥ প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা। হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানি চেয়ে দেখি তাই।