৮০ (chalechhe chhutiya polatoka hiya)

           চলেছে ছুটিয়া পলাতকা হিয়া,   বেগে বহে শিরাধমনী ।

           হায় হায় হায়, ধরিবারে তায়   পিছে পিছে ধায় রমণী ।।

           বায়ুবেগভরে উড়ে অঞ্চল,  লটপট বেণী দুলে চঞ্চল—

           একি রে রঙ্গ ! আকুল-অঙ্গ   ছুটে কুরঙ্গগমনী ।।

রাগ: বাহার

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.