১০৯ (daya karo daya karo prabhu)

                দয়া করো, দয়া করো   প্রভু, ফিরে ফিরে

                শত শত অপরাধে   অপরাধিনীরে ।।

                অন্তরে রয়েছ জাগি,   তোমার প্রসাদ-লাগি

                দুর্বল পরান বাধা   ঘটায় বাহিরে ।।

                শঙ্কা আসে, লজ্জা আসে,   মরি অবসাদে ।

                দৈন্যরাশি ফেলে গ্রাসি,   ঘেরে পরমাদে ।

                ক্লান্ত দেহে তন্দ্রা লাগে,   ধুলায় শয়ন মাগে–

                অপথে জাগিয়া উঠি   ভাসি আঁখিনীরে।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.