আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও, আমায় আনন্দে ভাসাও ॥ না চাহি তর্ক না চাহি যুক্তি, না জানি বন্ধ না জানি মুক্তি, তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥ সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে, সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে। সকল বাক্য সকল শব্দ সকল চেষ্টা হউক স্তব্ধ- তোমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥
বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ-- ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥ উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার, নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥ তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে-- তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে। প্রখর তাপে জরোজরো ফল ফলাবার শাসন ধরো, হেলাফেলার পালা তোমার এই বেলা হ'ক ভঙ্গ॥