৩১ (dekho oi ke esechhe)

               দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও ।

            আকুল পরান ওর  আঁখিহিল্লোলে নাচাও ।— সখী, চাও ।।

                  তৃষিত নয়ানে  চাহে মুখ-পানে,

              হাসিসুধা-দানে  বাঁচাও ।— সখী, চাও ।।

রাগ: সিন্ধু-খাম্বাজ

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.