তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা। রঙের তুলি পাব কোথা॥ সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয় তলে, প্রকাশ করি কিসের ছলে মনের কথা। কইতে গেলে রইবে কি তার সরলতা॥ বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা-- নাই যে আমার ছলা-কলা। সুর যা ছিল বাহির ত্যেজে অন্তরেতে উঠল বেজে, একলা কেবল জানে সে যে মোর দেবতা। কেমন করে করব বাহির মনের কথা॥
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি, আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে-- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে? আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।