১১৭ (gurupode mon karo arpan)
গুরুপদে মন করো অর্পণ, ঢালো ধন তাঁর ঝুলিতে।
লঘু হবে ভার, রবে নাকো আর ভবের দোলায় দুলিতে।
হিসাবের খাতা নাড়ো ব’সে ব’সে, মহাজনে নেয় সুদ ক’ষে ক’ষে –
খাঁটি যেই জন সেই মহাজনে কেন থাকো হায় ভুলিতে ।
দিন চলে যায় ট্যাঁকে টাকা হায় কেবলই খুলিতে তুলিতে।।
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938