২ (hridaye rakho go debi)

                 হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার ।

               এসো মা করুণারানী,     ও বিধুবদনখানি

                 হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার ।

                 এসো আদরিনী বাণী, সমুখে আমার ।।

               মৃদু মৃদু হাসি হাসি  বিলাও অমৃতরাশি,

                 আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা—

                 তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা ।

               বসন্তের বনবালা       অতুল রূপের ডালা,

                 মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার—

                 ঘুচাও মনের মোর সকল আঁধার ।।

               অদর্শন হলে তুমি     ত্যেজি লোকালয়ভূমি

                 অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে ।

               হেরে মোরে তরুলতা     বিষাদে কবে না কথা,

                 বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে ।

               ‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,

                 ঝরিবে ফুলের চোখে শিশির-আসার—

                 হেরিব জগত শুধু আঁধার—আঁধার ।।

রাগ: দূর্গা

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.