৬২ (jadi jote roj)
যদি জোটে রোজ
এমনি বিনি পয়সার ভোজ ।
ডিশের পরে ডিশ
শুধু মটন কারি ফিশ,
সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার রয়াল ডোজ ।
পরের তহবিল
চোকায় উইল্সনের বিল—
থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ ।।
রাগ: মিশ্র ভৈরব-বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893