আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-- আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥ যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥ অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ'রে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে। আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে॥ সন্ধ্যা আকাশ বিনা ডোরে বাঁধল মোরে গো, নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে। যে কুসুম আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো-- তারা যে সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না পাছে॥ আমারে ধরবি ব'লে মিথ্যে সাধা। আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা। আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো-- সে মানুষ আগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে। সে যে ভাই, হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো কেবলই এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে॥